হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১১ ডিসেম্বর, ২০১৮

হিলিতে প্রতিবাদ সমাবেশ

সিলেটের তামাবিল স্থলবন্দরে বিজিবি কর্তৃক কাষ্টমসের কর্মচারী লাঞ্চিত হওয়ায় অভিযুক্ত বিজিবি সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের হিলিতে প্রতিবাদ সমাবেশ করেছে হিলি কাষ্টমস কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীগণ। গত রোববার দুপুর ২টায় সীমান্তের জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হিলি শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা সারোয়ার জাহান খানসহ হিলি কাষ্টমসের বিভিন্ন কর্মকর্তা। এছাড়াও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা মফিজুর রহমান, আব্দুল হালিম, শামসুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিজিবি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে পরবর্তীতে কলম বিরতিসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close