আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০১৮

আমতলীর আড়পাঙ্গাশিয়া ব্রিজে ভাঙন

দুই উপজেলার তিন লাখ মানুষের চলাচলে ব্যাঘাত

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া নদীর ওপর বেইলি ব্রিজ ভাঙন দেখা দিয়েছে। ফলে আমতলী ও তালতলী উপজেলার তিন লাখ মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গতকাল রোববার সরোজমিনে গিয়ে দেখা গেছে, গাড়ী চলাচল করায় দিন দিন ব্রীজ নড়বড়ে হয়ে পাটাতন (স্লিপার) সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে। ছোট গাড়ী ওঠলেও ব্রিজ ঠকঠক করে নড়ে। ব্রিজের মাঝখানের পাটাতন দেবে গেছে। ব্রিজটি দ্রুত সংস্কার করা না হলে যেকোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করেছে এলাকাবাসী। নড়বড়ে ব্রিজ দিয়ে পাড়াপাড় করার দুই উপজেলার কয়েক লাখ মানুষ হুমকিতে রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. মতিয়ার রহমান মুন্সী, কামাল ও রমেশ জানান, ব্রিজের দক্ষিন মাথার পাটাতন ভেঙে নদীতে পড়ে গেছে এবং মাঝখানের পাটাতন উঠে গেছে। কোনো যানবাহন চলাচল করতে পারছেনা। দীর্ঘদিন ধরে ব্রীজটি সংস্কার না হওয়ায় হয়েছে বলে ধারোনা এলাকাবাসীর। আমতলী উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘ওই খানে গাঢার ব্রীজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি আরও বলেন চলাচলের জন্য মেরামতের কাজ চলছে।’

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন বলেন, ‘ব্রিজটি চলাচলের উপযোগী করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close