প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ ডিসেম্বর, ২০১৮

টেকসই উন্নয়নের লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধের আহ্বান

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৮

‘টেকসই উন্নয়ন শান্তি ও সুশাসন’ এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল রোববার দিবসটি উপলক্ষে দুর্নীতি বিরোধী র‌্যালি মানববন্ধন, সমাবেশ, গণস্বাক্ষর, শপথ বাক্যপাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

ভোলা : ভোলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা. মো. মোজাহিদুল ইসলাম, মো. জাকির হোসেন, মোবাশ্বের উল্লাহ চৌধুরী, অধ্যক্ষ শাফিয়া খাতুন, খাদিজা স্বপ্না, প্রভাষিকা জিন্নাত রেহানা প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি প্রফেসর সিরাজ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিটির সম্পাদক মসিউল করিম বাবু, জেলা সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সিভিল সার্জন খাইরুল আতাতুর্ক, উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে র‌্যালি শেষে আলোচনা সভার অতিরিক্ত জেলা প্রশাস (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ইউএনও শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।

লালমনিরহাট : লালমনিরহাটে মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর জেলা সভাপতি মো. রফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, এসপি এসএম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, কবি ও সাহিত্যিক ফেরদৌসী রহমান বিউটি প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুরে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আলম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার, শামীম আরা হীরা, আশকার আলী, প্রকৌশলী মোশাররফ হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।

নেত্রকোনা : নেত্রকোনায় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আলী আমজাদ খান, ডা. এম এ হামিদ, অধ্যাপক নাজমুল কবীর, রেহানা সিদ্দীক, তাহেজা বেগম এ্যানী প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন (সার্বিক), সরকারী কলেজ অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, দুদুক কর্মকর্তা এম ছাবির আহম্মদ প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধায় মানববন্ধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আব্দুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম সাদিকুর রহমান।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় সংগীত পরিবেশনা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার শান্তি ও শুদ্ধতার প্রতীক কবুতর উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।

নাটোর : নাটোরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে এক র‌্যালি বের করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, সনাক সভাপতি রনেন রায়, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।

নোয়াখালী : নোয়াখালীতে দিবসটি উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি ) মো. আক্তারুজ্জামান। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ওহিদুজ্জামানের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করানো হয়।

পঞ্চগড় : পঞ্চগড়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। মানববন্ধনে উপস্থিত ছিলেন এসপি গিয়াস উদ্দিন আহমেদ, ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউস সুন্নাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আযম, আবু জাকের, আক্তারুন্নাহার সাকী প্রমুখ।

ঝালকাঠি : ঝালকাঠিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। জেলা দুপ্রক সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, হেমায়েত উদ্দিন হিমু, নজরুল ইসলাম তালুকদার, রুহুল আমিন প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় র‌্যালিতে উপস্থিত ছিলেন, ইউএনও মো. জাকির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোস্তফা কামাল, মো. মনিরুল ইসলাম, নূর মাহমুদ, শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল, ওমর ফারুক প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস মমতাজ বেগম, উপজেলা দুর্নীতি দমন কমিটির সম্পাদক মো. রায়হানুল কবির, প্রভাসক আজিজুল ইসলাম, শাজাহান আলী, নজরুল ইসলাম, রুহুল আমীন, নাজমুল হোসেন সেন্টু প্রমুখ।

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, জেলা পরিষদ সদস্য সাঈদা ইয়াসমিন শিউলি প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুস সাত্তার আহমেদ, সম্পাদক ও কলেজ শিক্ষক লুৎফুর রহমান ভূঁইয়া, মো. রহিছ উদ্দিন প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি কৃঞ্চ লাল পালের সভাপতিত্বে এবং সম্পাদক সন্দীপ কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পৃথ্বিজ কুমার সাহা।

মুক্তাগাছা (ময়মনসিংহ) : ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুবর্ণা সরকার, সনাক মুক্তাগাছার সহসভাপতি মো. মোখলেছুর রহমান ও দুপ্রক সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামান প্রমুখ।

আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. বজলুর রশিদ কবিরাজ মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সোহেল রানা, মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রশাদ আগরওয়ালা, ইমদাদুল হক খোকন, শ্রী. বিরেন চন্দ্র দাস।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউএনও ঝোটন চন্দ, মো. আব্দুল লতিফ সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুজ্জামান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম, মো. লাল মাহমুদ মিয়া প্রমুখ।

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আলোচনা সভায় উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মারুফুল আলম।

দোহার (ঢাকা) : ঢাকার দোহার উপজেলায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউএনও আফরোজা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, সমবায় কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাকন রানী বসাক প্রমুখ।

হরিপুর (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের হরিপুরে আলোচনার সভায়

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সেলিম রেজা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও এমজে আরিফ বেগ প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে মানববন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাঈদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মৎস কর্মকর্তা মো. বদিউজ্জামান প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুরে মানববন্ধনে প্রধান অতিধি ছিলেন ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধনে উপস্থিত ছিলেন দুপ্রক উপজেলা শাখার সহসভাপতি ও রওশন-আরা মহিলা ডিগ্রি কলেজ অধ্যাপক এবিএম মনিরুজ্জামান লাভলু, অধ্যক্ষ ড. মোহাম্মাদ রুহুল আমীন খান, মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, সাহানা আক্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম মইনুল ইসলাম প্রমুখ।

নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শ্রী মানবেন্দ্র দত্তের সভাপতিত্বে ও জিয়া উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুর হোসেন, কৃষি কর্মকর্তা মো. শহীদুল আমীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মাধুরী বণিক প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও রাহেলা রহমত উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ দলিল উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, ইউনুস, মাহাবুবুর রহমান, বিলকিস নাহার, সুভাষ কুমার রায় প্রমুখ।

বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুদক) সম্পাদক আনিছুর জামান নতুন, সোলায়মান আলী মনোরঞ্জন, হারুন উর রশিদ, মাহমুদুল হাসান বাবু, মাজেদুল ইসলাম আকাশ প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা দুপ্রোকের সভাপতি মোল্যা আবু দাউদের সভাপতিত্বে বক্তব্য দেন ওসি তারক বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুর রশিদ খান, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, বিআরডিবি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেন ইউএনও রাজিবুল আলম। আরো বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী, সাবেক অধ্যক্ষ লোকমান হোসেন, পরিতোষ চন্দ্র ঘোষ প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রামকৃষ্ণ বর্মন। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জেবুন নেছার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতারা বেগম রুপা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা আকতার, ওসি মেহেদী হাসান প্রমুখ।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে আলোচনা সভায় বক্তব্য দেন, হাকিমপুর উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাড. গোলাম মোস্তফা সর্দার, সহসভাপতি আবুল কাশেম মন্ডল, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, হাসানুজ্জামান খান প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মানববন্ধনে বক্তব্য দেন, ইউএনও রেহানুল হক, একুশে চেতনা পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনসুর আলী ও সম্পাদক মাহফুজুল ইসলাম মাহফুজ, নাসরিন জাহান মৌসুমী, মুশফিক বরাত প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. রেজাউল করিম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কমলেশ চন্দ্র মজুমদার।

আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তৌহিদুল আলম চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, এসআই মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জন মো. ফজলুর রহমান, সাংবাদিক মো. ইউসুফ আলী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close