রংপুর বু্যুরো

  ০৮ ডিসেম্বর, ২০১৮

রংপুরে আন্তর্জাতিক ছড়াকার সম্মেলন অনুষ্ঠিত

রংপুরে প্রথমবারের মত অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ছড়াকার সম্মেলন। গতকাল শুক্রবার ছড়াকার সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জেলার শতাধিক ছড়াকারের পাশাপাশি ভারত, ভুটান, নেপালের ছড়াকারগণ অংশগ্রহণ করেন। ছড়া সংসদ রংপুর বিভাগীয় কমিটি এ ছড়াকার সম্মেলনের আয়োজন করে। স্বাধিনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মেলনের দিনব্যাপী কাযক্রম শুরু হয়। পরে রংপুর টাউন হলে জাতীয় সংগীত পরিবেশনের পর সম্মেলনের উদ্বোধন করেন বাঙলা ছড়া সাহিত্যের জীবন্ত কিংবদন্তি রফিকুল হক দাদুভাই। প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন শিশু সাহিত্যিক ও ছড়াকার আসলাম সানি। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ ছড়া উৎসব পষদের আহবায়ক আহমেদ উল্লাহ, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শ.ম সামসুল আলম, ছড়াকার ও সাংবাদিক অদ্বৈত মারুত। সভাপতিত্ব করেন রেজাউল করিম মুকুল। বিকেলে অনুষ্টানের ২য় পর্বের শুরুতেই বিদেশী অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ভারতের মলয়চন্দ্র মুখপাধ্যায়, সতীশ বিশ্বাস, দিলরুবা আহমেদ, ভুটানের নিকিতা প্রধান, নেপালের ভাবনা পখরেল ও সোনালী শ্রেষ্ঠা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close