প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০১৮

বিভিন্ন স্থানে হানাদার মুক্ত দিবস পালিত

দেশের পৃথক পাঁচটি স্থানে গতকাল শুক্রবার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

গাইবান্ধা : গাইবান্ধায় একটি র‌্যালি শহরের পুরাতন টেলিফোন অফিস চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যলির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম সাদিকুর রহমান।

পরে আলোচনা সভায় বক্তব্য দেন হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মাহমুদুল হক শাহজাদা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ময়নুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু, যুগ্ম সম্পাদক রণজিৎ বকসী সূর্য, জেলা জাসদ সম্পাদক গোলাম মারুফ মনা, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর, রিয়াজুল হক চৌধুরী খাজা প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নেত্রকোণা-৩ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল, ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফ উদ্দিন ভূইয়া, জেলা আ.লীগ সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ভূইয়া, পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, সাবেক কমান্ডার বজলুর রহমান প্রমুখ।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার কবিরুল ইসলাম বেগ, সাবেক কমান্ডার আমান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রশীদ, যুবলীগের আহ্বায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মনির, ভুবনকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সুরুজ মিয়া, মহিলা পরিষদের সভানেত্রী লুৎফুর নাহার কবীর প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুরে র‌্যালি পরবর্তী সভায় স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় র‌্যালিতে নেতৃত্ব দেন ইউএনও মো. জাকির হোসেন। এ সময় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল জব্বার, নুরুল ইসলাম, ওসি মাজহারুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close