সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০১৮

কাজিপুরে ইকোপার্কের চলমান কাজ পরিদর্শন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি এলাকায় ইকোপার্কের চলমান কাজ পরিদর্শন করেছেন পাউবো ও বন বিভাগের কর্মকর্তাগণ। গতকাল মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকীর নেতৃত্বে পরিদর্শক দল কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর তীর ঘেঁসে ৩০ একর জমির উপর নির্মিত ইকোপার্কের কাজের মান ও গতি বেশ ভালো। আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই এটির নির্মাণ কাজ শেষ হবে।

ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী জানান, ১৪ কোটি টাকা ব্যয়ে ইকোপার্কটির কাজ শেষ হলে এটি হবে জেলার ভ্রমন পিপাসুদের জন্যে সবচেয়ে আকর্ষণীয় ও দর্শণীয় স্থান। অপরদিকে পাউবো বগুড়া জোনের এসডি রফিকুল ইসলাম জানান, যমুনাকে শাসন করেই এই পার্কটির নির্মাণ কাজ চলছে। বিধায় এটির স্থায়িত্ব যেমন বাড়বে তেমনি এটি এলাকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close