শেরপুর (বগুড়া) প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০১৮

প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

বগুড়ার শেরপুরে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শেণিতে পড়–য়া এক শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর উপজেলার চক কল্যানী রইচা স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক ও কল্যানী মসজিদ ভিত্তিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা রহমত আলীর বিরুদ্ধে। এদিকে, ঘটনার পর এক উঠোন বৈঠকে ওই লম্পট শিক্ষককে কান ধরে ওঠবস করে ছাড়িয়ে নিয়ে গেছে এলাকার প্রভাবশালীরা বলে জানা গেছে। গত রোববার বিকালে কল্যানী গ্রামে ঘটনাটি ঘটে। প্রভাবশালীদের ভয়ে থানায় অভিযোগ দিতে পারছে না বলে জানিয়েছেন ভূক্তকভোগী ছাত্রীর বাবা। অভিযুক্ত রহমত আলী উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী গ্রামের মৃত কালু মেম্বারের ছেলে। জানা যায়, গত শনিবার সকাল সাড়ে ৮টার ওই শিক্ষার্থীর অভিভাবকের পরিচয় পত্র আনতে তাদের বাড়িতে যায় রহমত আলী। এ সময় বাড়িতে কেউ না থাকায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে চিৎকার করলে পালিয়ে যায় রহমত। পরদিন রোববার সকালে ওই লম্পট মসজিদ ভিত্তিক বিদ্যালয়ে গেলে শিশুটির পরিবারের লোকজন তাকে কৌশলে ডেকে এনে গাছের সাথে বেঁধে রাখে। এ সময় স্থানীয় প্রভাবশালীরা এসে লম্পট রহমত আলীকে কান ধরে ওঠবস করিয়ে উভয় পক্ষের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনার কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close