কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর, ২০১৮

কাপাসিয়ায় ভুয়া জজ আটক

গাজীপুরের কাপাসিয়ায় রাশেদুল ইসলাম সোহাগ (৩০) নামের এক ভুয়া জজকে আটক করেছে থানা পুলিশ। জজ পরিচয় দিয়ে শতাধিক লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগে গত রোববার বিকালে তাকে আটক করা হয়। গতকাল সোমবার তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার ভেড়ারচালা গ্রামের আব্দুল খালেকের পুত্র।

কাপাসিয়া থানার ইন্সিপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, অনেক দিন যাবৎ একধিক লোকজন থানায় এসে রাশেদুল ইসলাম সোহগের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল তিনি তৃতীয় সহকারী জজ (সাতক্ষীরা) পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। পরে এরাকাবাসী জানতে পারে সে জজ নয়। গত রোববার বিকালে থানার এসআই রাসেলসহ কয়েকজন পুলিশ তার বাড়িতে যায়। পরে পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে নিজেকে জজ দাবির বিষয়ে প্রমাণ দিতে পারেন নি আটককৃত রাশেদুল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বছির উদ্দিন জানায়, সোহাগের বিরেুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগে এসআই রাসেল বাদি হয়ে মামলা করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close