প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ ডিসেম্বর, ২০১৮

উন্নয়নের স্বার্থে প্রতিবন্ধীদের সম্পৃক্ত জরুরি

‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’-এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

বগুড়া : বগুড়ায় দিবসটি উপলক্ষে প্রতিবন্ধীদের সহায়ক উপকরন হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য আব্দুস সালাম বাবু, সদর উপজেলা জাপার সভাপতি এইচ এম ইকবাল, গনি সরকার, শরিফুল ইসলাম বাবু, মর্জিনা খাতুন, ফারজানা ইয়াসমিন।

গাইবান্ধা : গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা। সমাজসেবা বিভাগের গাইবান্ধা উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাজহার-উল মান্নান, ইদ্রিস আলী সরকার, ময়নুল হোসেন রাজা, আশরাফ আলী প্রমুখ।

ইবি : ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালনের উদ্যোগে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের পরিসখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, শামছুল ইসলাম জোহা, শাহানুর আলম কিরামত, ইবি শাখা ছাত্রলীগের সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ।

দিনাজপুর : দিনাজপুরের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা সামজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্ম। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল ইসলাম ও কর্মকর্তা মেহেদী হাসান।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সমীর কুমার মল্লিকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা আ.লীগের সম্পাদক মাহাবুব আলী খান।

রাজবাড়ী : রাজবাড়ীতে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সচিব অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহাম্মুদ সানোয়ার হোসেন। জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রুবাইয়াত ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার আবুল শামিমা আক্তার মুনমুন।

ঝিনাইদহ : ঝিনাইদহে আলোচনা সভায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সমাজ সেবা অধিদপ্তরে উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, এন্তাজ আলী, রোজিনা খাতুন, জাহাঙ্গীর আলম বিশ্বাস, শারমীন সুলতানা লুনা প্রমুখ।

নওগাঁ : নওগাঁর পোরশায় র‌্যালিতে উপস্থিত ছিলেন একেএম আবদুল্লাহ বিন রশিদ। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পোরশা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আনোয়ারুল ইসলাম।

পটুয়াখালী : পটুয়াখালীতে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, চেম্বারের সভাপতি মহিউদ্দিন আহমেদ, শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, এএসপি মো. জসিম উদ্দিন।

গাজীপুর : গাজীপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মনজুরুল হক ও জেলা সমাজসেবা বিভাগের উপ পরিচালক এস এম আনোয়ারুল করিম।

জামালপুর : জামালপুরে র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা, মো. মিলন ফকির, অধ্যক্ষ মোজ্জামেল হক, উৎপল কুমার দেব, শহিদুল ইসলাম লেবু, আমজাদ হোসেন আল কাদরি ও শফিউদ দৌলা চিশতী প্রমুখ।

হরিপুর (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের হরিপুরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এমজে আরিফ বেগ, টিএইচ ডা. আব্দুর সামাদসহ প্রতিবন্ধী বিভিন্ন সংস্থা প্রতিনিধিগন।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়িয়া র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও লীরা তরফদার, উপজেলা যুব উন্নযন কর্মকর্তা নূরমোহাম্মাদ, উপজেলা সমাজসেবা অফিসার হারুনূর রশীদ, বিলকিছ আক্তার প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচনা সভায় আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. সুলতান আহম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. ইকবাল হোসেন।

বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদায় আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা খাইরুল আলম এর সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা রাজিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, বিশাদু চন্দ্র দাস প্রমুখ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রামকৃষ্ণ বর্মন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তারেক রওনক আক্তার।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ, ইউএনও মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান হাদিছুজ্জামান, তাহেরা খাতুন, আ. রহমান, চন্দন সাহা ও মুক্তা পারভীন প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইউএনও মো. আব্দুস সালাম চৌধুরীর।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও মো. রফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, আব্দুস ছালাম, শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ।

মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনে র‌্যালি শেষে ইউএনও মো. ওয়ালীউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, উজ্জ্বল রহিম, তোফাজ্জল হোসেন, সুদর্শন আচার্য্য প্রমুখ।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউএনও রাফিউল আলম, সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, পূর্বাশা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা, তামান্না আক্তার, রেবেকা সুলতানা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close