ঝালকাঠি প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০১৮

ঝালকাঠিতে ভাতা পাচ্ছেন সাড়ে ৫ হাজার প্রতিবন্ধী

ঝালকাঠি জেলায় তালিকাভুক্ত প্রতিবন্ধীর মধ্যে ভাতা পাচ্ছেন অর্ধেকের বেশি। ভাতাবঞ্চিত প্রতিবন্ধীরাও ভাতাভুক্ত হওয়ার দাবি জানিয়েছে। জেলা সমাজসেবা অধিদফতরের দেয়া তথ্যানুযায়ী জেলায় প্রতিবন্ধী জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে ১০ হাজার ১২৬ জনকে। এরমধ্যে জেলা সদর উপজেলায় ২ হাজার ৪৪৮জন, পৌরসভা এলাকায় ৫৭৭ জন, নলছিটি উপজেলায় ৩ হাজার ৯৪জন, রাজাপুর উপজেলায় ২১০৭ জন, কাঠালিয়া উপজেলায় ১ হাজার ৯০০ জন। কার্ড দেয়া হয়েছে জেলায় ১০ হাজার ১২১ জনকে। এরমধ্যে সদর উপজেলায় ২ হাজার ৪৪৮জন, পৌরসভা এলাকায় ৫৭৫ জন, নলছিটি উপজেলায় ৩ হাজার ৯৪জন, রাজাপুর উপজেলায় ২ হাজার ১০৬ জন, কাঠালিয়া উপজেলায় ১ হাজার ৮৯৮জন। জেলায় কার্ড প্রাপ্তদের মধ্যে ভাতা পাচ্ছেন ৫ হাজার ৬২১ জনে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জি জানান, জেলা জরিপে প্রতিবন্ধী অন্তর্ভূক্ত রয়েছে ১০ হাজার ১২৬জন। এরমধ্যে ৬ জন মারা যাওয়ায় কার্ডপ্রাপ্ত প্রতিবন্ধী রয়েছে ১০ হাজার ১২১ জন। প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৫ হাজার ৬২১ জনে। যারা প্রতিবন্ধী ভাতার অন্তর্ভূক্ত হয়নি তাদের ভাতা দেবার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। নির্দেশনা এবং বরাদ্দ পেলে তাদেরও দেয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close