পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০১৮

পীরগঞ্জে স্বামীর বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ

রংপুরের পীরগঞ্জে নির্যাতনের শিকার এক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে গতকাল রোববার থানায় জিডি করতে করেছে। এর আগে ওই গৃহবধূ স্বামীর বিরুদ্ধে কোর্টে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন।

জানাগেছে, উপজেলার সয়েকপুর গ্রামের ইয়াছিন আলীর পুত্র লাঠু মিয়ার (৩৫) সঙ্গে একই উপজেলার দুরামিঠিপুর গ্রামের শ্রী মনিন্দ্র চন্দ্রের কন্যা মুক্তির (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৪ সনে কোর্ট এফিডেফিটের মাধ্যমে মুক্তিকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করার পর তার নাম নুরজাহান বেগম মুক্তি রেখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছু দিন পর লাঠু মিয়া নানা অজুহাতে মুক্তিকে লাঠিপেটাসহ নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে মুক্তি ইউএনও’র হস্তক্ষেপে রংপুরে আশ্রয় নেয়। সেখান থেকে ফিরে আসার পর তার ওপর স্বামীর নির্যাতন আরো বাড়তে থাকে। গত ২৬জুন মুক্তি জেলা আদালতে যৌতুক নিরোধ আইনের স্বামী লাঠুর বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর লাঠু বিভিন্ন কৌশল অবলম্বন করে মামলা তুলে নিতে মুক্তির ওপর নির্যাতন চালিয়ে যায়। পরে নিরূপায় হয়ে গতকাল মুক্তি স্বামী লাঠুর বিরোদ্ধে থানায় জিডি করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close