গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০১৮

গঙ্গাচড়ার প্রতিমন্ত্রী রাঙ্গা

‘ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না’

ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি। তিনি বলেন, যার যার ধর্ম, সে তার অনুভূতি থেকে পালন করবে। এনিয়ে বিভ্রান্তি বা মানুষকে হেয় না করে ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। গত শনিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিলের মন্থনায় এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন ইসলামী চিন্তাবিদ আল্লামা নুরুল ইসলাম কাসেমী। বিশেষ বক্তা ছিলেন ইসলামী চিন্তাবিদ হর্যরতে মাওলানা ইকবাল হোসেন হক্কানী, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হর্যরত মাওলানা মো. ইকবাল হোসেন বিপ্লবী।

মাহফিলে পাকুড়িয়া কাছেমিয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা শাহ্ মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ম সম্পাদক খতিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মো. বাবুল মিয়া, গোলাম আজিজ, কৃষি উন্নয়ন সংগঠনের সভাপতি মো. রাজ্জাকুল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close