আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০১৮

বিতর্কিত হওয়ার মতো কোনো কাজ করেননি সিইসি

মনোনয়নপত্র দাখিলকালে আইনমন্ত্রী

‘অত্যন্ত সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করছেন কমিশন। বিতর্কিত হওয়ার মতো কোন কাজ করেননি সিইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে ড. কামাল হোসেন ও মওদুদ আহমদরা পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তাদের কথাগুলো অমূলক।’ বলেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের পূর্বে সকালে আখাউড়ার খড়মপুরে শাহপীর কল্লা শহীদ (র:) মাজার জিয়ারত কালে তিনি এই কথা বলেন। এ দিন বেলা ২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। সহকারী রিটার্নিং অফিসার ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান মনোনয়নপত্রটি গ্রহণ করেন।

মনোনয়নপত্র দাখিল পরবর্তী প্রার্থীতা নিয়ে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, ‘প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই আমাকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার নৌকা মার্কার মনোনয়ন দিয়েছেন। আমি এলাকার জনগণকে খুব ভালবাসি। তারা যদি আবার সেবার করার সুযোগ দেন তাহলে তাদের সেবক হিসেবে কাজ করব।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহবায়ক মো. আবুল কাশেম ভূইয়া, মো. সেলিম ভূইয়া, মন্ত্রীর সহকারি একান্ত সচিব রাশেদুল কায়সার ভূইয়া জীবন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ।

এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেন যোগে আখাউড়া রেলস্টেশনে নেমে দলীয় কার্যালয়ে যান। সেখানে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে ওলামাদের সাথে পৌরসভায় মতবিনিময় করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close