কুড়িগ্রাম প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০১৮

মনোনয়ন পেয়েই আচরণবিধি লঙ্ঘন করলেন আ.লীগ প্রার্থী

দলীয় মনোনয়ন পাওয়ার পর মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নির্বাচনি এলাকায় প্রবেশ করেন কুড়িগ্রাম-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া আসলাম সওদাগর। গতকাল মঙ্গলবার দুপুরে প্রায় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় স্থানীয় নেতা কর্মীরা। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস মটর সাইকেল শোভাযাত্রা নিয়ে নির্বাচনি এলাকায় প্রার্থীর আগমনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে সতর্ক করতে আ.লীগ থেকে মনোনয়নের চিঠি পাওয়া আসলাম সওদাগরকে ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফোন দিয়ে এমনটা না করতে বলা হয়েছে।’ তবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জাবাব না দিয়েই সঙযোগ কেটে দেন এই সহকারী রিটার্নিং কর্মকর্তা। পরে এ ব্যাপারে জানতে আসলাম সওদাগরের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তার নাম্বার বন্ধ পাওয়া গেছে। তবে নাগেশ্বরী উপজেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সম্পাদক কাজী নাজমুল হুদা লাল জানান, নেতা কর্মী ও সমর্থকরা কিছু মোটরসাইকেল নিয়ে দলীয় মনোনয়ন প্রাপ্ত আসলাম সওদাগরকে স্বাগত জানিয়েছে মাত্র। এটা দলীয় কোনও প্রোগ্রাম কিংবা মটরসাইকেল শোভাযাত্রা ছিলনা। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এমনটা হয়ে থাকলে তা নির্বাচনি আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’ এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন বলেন, ‘আমি বিষয়টি অবগত নই, খোঁজ নিয়ে দেখবো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close