ফরিদপুর প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০১৮

চরভদ্রাসনে হাত-পা বাঁধা মাদরাসাছাত্র উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে রিফাত খান (১০) নামে এক মাদরাসা ছাত্রকে হাত পা বাঁধা অবস্থায় পদ্মা নদী থেকে উদ্ধার করেছে তার নানা রব মৃধা। গত রোববার সন্ধা ৬ টার পর প্রতিবেশীদের সহায়তায় উপজেলার বালিয়া ডাঙ্গী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। রিফাত সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী মাদরাসা ও এতিম খানার মক্তব বিভাগের ছাত্র। রিফাত জানায়, গত রোববার আছরের নামাজ শেষে বিরতির সময় বালিয়াডাঙ্গী গ্রামে নানা বাড়ী আসে সে। বিকেল পাঁচটার দিকে তার খালা সুমি আক্তার আবার মাদরাসায় পৌছে দিয়ে আসে। এরপর বিস্কুট কেনার জন্য সে মদরাসার বাইরে গেলে দুই মটর সাইকেল আরোহী তাকে তুলে নিয়ে যায়। এ সময় সে সবকিছু দেখতে পেলেও মুখ আটকে রাখার কারনে চিৎকার করতে পারেনি। বিলুপ্ত ফাজেলখার ডাঙ্গী স্কুলের কাছে গেলে লোকজনের উপস্থিতি টের পেয়ে অন্যত্র নিয়ে যায় তাকে। এ সময় একটি নৌকার ওপর ফেলে তার ব্যাবহারের রুমাল ছিড়ে হাত পা ও মুখ বাধে। কিন্তু লোকজনের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে পানিতে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।রিফাতের নানা রব মৃধা জানান, সন্ধার পর প্রতিবেশী সোনা মিয়া ও আলী খানের সঙ্গে বসে গল্প করছিলেন। পাশে গোংগানীর শব্দ পেয়ে লাইট নিয়ে গিয়ে দেখেন নৌকার পাশে পানির মধ্যে কেউ একজন পড়ে আছে। সেখানে গিয়ে দেখি নাতি রিফাতকে দেখতে পান ও উদ্ধার করেন।

মাদরাসার শিক্ষক দোলায়ার হোসেন রিফাতের মাদরাসায় ফিরে আসার বিষয়টি অস্বীকার করে বলেন, বিরতির সময় রিফাত নানা বাড়ীর কথা বলে মাদরাসা থেকে বেরিয়ে যায়। মাদরায় ফিরে আসার পূর্বেই এঘটেনা ঘটেছে বলে তিনি দাবী করেন। চরভদ্রাসন থানা পরিদর্শক হারুন উর রশিদ বলেন, ‘রিফাতের মায়ের অভিযোগের ভিত্তিতে বিষয়টির সত্যতা যাচাইয়ে আমরা তদন্ত করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close