রংপুর ব্যুরো

  ২৫ নভেম্বর, ২০১৮

রংপুরে কারিগরি শিক্ষাবিষয়ক কম্পিটিশন

রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্কিলস কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)’-এর উদ্যোগে এ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক এ.বি.এম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-সচিব (কারিগরি), কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ মো. আব্দুর রহিম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. খালেদ হোসেন ।

প্রতিযোগিতায় ১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত ৩৮টি উদ্ভাবন-প্রকল্প মূল্যায়নের জন্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে এই অঞ্চলের নির্বাচিত ১৩টি প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অবিভাবক, স্থানীয় উচ্চ পদস্থ কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তি, শিল্প-কারখানার মালিক ও গণমাধ্যম ব্যক্তিত্য উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close