গোপালগঞ্জ প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০১৮

গোপালগঞ্জ-১

নৌকা প্রতীক প্রত্যাশী ১২ আ.লীগ নেতা

গোপালগঞ্জের তিনটি আসন থেকে আ.লীগের ১৪ মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনেই ১২ জন মনোনয়নপত্র কিনেছেন।

গোপালগঞ্জ-৩ আসনে একক প্রার্থী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন। তবে গোপালগঞ্জ-১ আসনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন প্রার্থীরা। এ আসনে মনোনয়নপত্র কিনেছেন ১২ জন প্রার্থী। এর মধ্যে ১০ জনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, আ.লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মুকুল বোস, সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন সংসদ সদস্য এ্যাড. উম্মে রাজিয়া কাজল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক কে এম মাসুদুর রহমান, কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফা রহমান রুমা, ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মিহির কান্তি ঘোষাল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতিয়ার রহমান দীপু, আ.লীগ নেতা মনজুরুল হক লাভলু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী হারুন-অর-রশিদ মিরন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close