কুমিল্লা প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০১৮

কুমিল্লায় দীর্ঘদিন ধরে দখলে থাকা রাস্তা অবমুক্ত

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় দীর্ঘদিন ধরে দখলে থাকা একটি সড়ক অবশেষে আদালতের নির্দেশে অবমুক্ত করে দেওয়া হয়েছে। সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলেখারচর মধ্যমপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের দখলে থাকা এই রাস্তা অবমুক্ত করায় হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন নামের সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত ওয়ারেণ্ট অফিসার স্থানীয়দের চলাচলের ১৭ ফুট প্রসস্থ সড়কটির প্রায় ১২ ফুট অংশ দখল করে স্থাপনা নির্মাণ করে রাখে। এতে ওই এলাকার লোকজনদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি নিয়ে এলাকাবাসী বারবার জয়নাল আবেদীনকে অনুরোধ করলেও তাতে সাড়া দেননি। পরে এলাকাবাসীর পক্ষে হারুনুর রশিদ বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা করেন। গতকাল রোববার বেলা ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফজলে এলাহীর নেতৃত্বে একটি দল পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের অবৈধ স্থাপনা ভেঙ্গে দখলীকৃত ১৭ ফুট রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close