লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৮

লক্ষ্মীপুরে আ.লীগ-বিএনপির ৫ নারী প্রার্থী

লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে পাঁচজন নারী সংসদ সদস্য (এমপি) পদে মনোনয়নপ্রত্যাশী। ইতোমধ্যে তারা ঢাকায় দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে পূরনের পর তা জমা দিয়েছেন। যদিও দশম সংসদ নির্বাচনে ৪টি আসনে একজন নারী প্রার্থীও ছিল না। অবশ্য ১৯৯৬ ও ২০০১ সালে লক্ষ্মীপুর-২ আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করে জয়ী হয়েছিলেন।

জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে কেন্দ্রীয় যুবলীগ নেতা শেফালী বেগম, লক্ষ্মীপুর-২ (রায়পুর, সদরের একাংশ) আসনে বিএনপি নেতা সাহেনা আক্তার নিলু, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনী শিউলী, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রোকেয়া আজাদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে লক্ষ্মীপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী জাকিয়া সৃজনী শিউলী বলেন, এ এলাকার ভোটাররা ধর্মভীরু। আমি তাদের কাছাকাছি গিয়েছি। দল থেকে নেত্রী যাকেই মনোনয়ন দিবেন আমরা তাকেই বিজয়ী করে আনতে কাজ করবো। জানতে চাইলে লক্ষ্মীপুর-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ফরিদুন্নাহার লাইলী বলেন, আমি এ এলাকার সংরক্ষিত আসনের এমপি ছিলাম। তখন থেকেই দল ও মানুষের জন্য কাজ করছি। এছাড়া আ.লীগ সরকার অবহেলিত এ জনপদে ব্যাপক উন্নয়ন করেছে। মানুষের কাছে সরকারের উন্নয়ন ও সাফল্যের বার্তা তুলে ধরেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close