নীলফামারী প্রতিনিধি

  ১৭ নভেম্বর, ২০১৮

নীলফামারী-১

আ.লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ১১ প্রার্থী

নীলফামারী জেলায় চারটি সংসদীয় আসনে আ.লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ১১ জন প্রার্থী। মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।

নীলফামারী-১ আসেনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন, বর্তমান সংসদ সদস্য, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকার। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে একাধিকবার ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন।

ওই আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য হামিদা বানু শোভা। ২০০১ সালের নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ সালে ওই আসনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ছিলেন। মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক স¤পাদক এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমা-ের সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) সরকার ফারহানা আক্তার সুমী। অন্যরা হলেন- ডোমার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক খায়রুল আলম বাবুল, সুপ্রিম কোটের ডিপুটি অ্যাটর্নি জেনারেল মনোয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি, জেলা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা আমিনুল হোসেন সরকার, ডিমলা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমা-ার মো. নুরন্নবী, ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমা-ার সামচ্ছুল হক ও কেন্দ্রীয় মৎসজীবী লীগ সাংগঠনিক সম্পাদক এবিএম রসুল সিদ্দিকী রিপন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close