জাহাঙ্গীর আলম, টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ)

  ১৫ নভেম্বর, ২০১৮

মুন্সীগঞ্জের একটি আসনে চার আইনজীবীর মনোনয়ন লড়াই

একাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসনে মনোনয়ন লড়াইয়ে নেমেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র ৪ আইনজীবী। এদের দুইজন আওয়ামী লীগ ও দুইজন বিএনপির মনোনয়নপ্রত্যাশ করছেন। আইন পেশার পাশাপাশি এখন তারা স্থানীয়দের সঙ্গে নিয়োমিত যোগাযোগ রক্ষা সহ বিভিন্ন সামাজিক-উন্নয়ন কর্মকা-ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করছেন।

সংসদীয় আসন ১৭২ এই নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি আইনজীব হলেন বাংলাদেশের এটর্নী জেনারেল এ্যাড. মাহবুবে আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এ্যাড. সোহানা তাহমিনা। আর বিএনপির মনোনয়ন প্রত্যাশিরা হলেন এ্যাড. মো. মহসীন মিয়া ও এ্যাড. আব্দুস সালাম। এর প্রত্যাতেই দলীয় প্রতীকের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। প্রার্থীদের মধ্যে মাহবুবে আলম বঙ্গবন্ধু পরিবারের বিশ্বস্ত আইনজীবী হিসেবে বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধাপরাধী বিচার মামলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা করে স্থানীয়দের মাঝে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তাছাড়া দীর্ঘদিন যাবত হিন্দু-মুসলিমদের ধর্মীয় উৎসবে সাহায্য-সহযোগীতা সহ সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকা-ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন। এছাড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সোহানা তাহমিনা নিয়মিত উঠান বৈঠক করে এলাকার পরিচিত মুখে পরিণত হয়েছেন। এদিকে খালেদা জিয়ার আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসীন মিয়া এলাকায় মহিলা আলীয়া মাদরাসা নির্মাণ সহ সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করছেন। একই দলের আব্দুস সালাম তিনি দীর্ঘ দিন যাবত দলীয় মামলা মোকদ্দমা সহ কেন্দ্রিয় কমিটির নেতা হিসেবে স্থানীয়দের মাঝে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close