ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

  ১৩ নভেম্বর, ২০১৮

দিনাজপুরে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বর্ষ পালন

দিনাজপুরে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বর্ষ এবং বাসদ (মার্কসবাদী)’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে বাসদের জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) জেলা শাখর সদস্য অজয় রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) খানসামা উপজেলা শাখার সদস্য সাজ্জাদ চৌধুরী আপেল। আরো বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য কমরেড এ এস এম মনিরুজ্জামান মনির। বক্তারা বলেন, ১৯১৭ সালে সোভিয়েত রাশিয়া বিশ্বের বুকে আলোড়ন সৃষ্টি করেছিল। সেদিন রাশিয়ায় শ্রমিক শ্রেণি ক্ষমতা গ্রহণের মাধ্যমে মানুষের সব রকম অধিকার নিশ্চিত করেছিল। সোভিয়েত রাশিয়ার মানুষ তাদের সব রকম শোষণ নির্যাতন থেকে মুক্তি পেয়েছিল। তারা মানব সভ্যতাকে স্বর্ণশিখরে নিয়ে গিয়েছিল। সেই শোষণ মুক্তির আকাক্সক্ষা নিয়ে এ দেশের মানুষ দেশকে স্বাধীন করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close