নাটোর প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০১৮

নাটোরে চিনিকল শ্রমিক

মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে সমাবেশ

সরকার ঘোষিত মজুরি কমিশন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে নাটোর চিনিকলে শ্রমিকরা সমাবেশ করেছে। গতকাল রোববার চিনিকল মিলের প্রধান ফটকে ফোরম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ফিরোজ আলী, শ্রমিক নেতা লুৎফর রহমান বেনুসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার মজুরি কমিশন ঘোষণা করলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। এক শ্রেণির কর্মকর্তারা এর জন্য টালবাহানা করছে। অবিলম্বে মিলের মাড়াই মৌসুম শুরুর আগেই তারা তাদের বকেয়া বেতন ও সেই সঙ্গে মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানান। এ ছাড়া কঠোর কর্মসূচি দেওয়ারও হুশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার চলতি বছর মজুরি কমিশন ঘোষণা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close