সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০১৮

কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এস সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না।

এ সময় তিনি বলেন, ‘বিএনপি সরকার আমলে সারের অভাবে কৃষি উৎপাদনে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছিল। আজ শেখ হাসিনার সরকার শাসন আমলে কৃষককে আর হয়রানির শিকার হতে হয় না।’

২০১৮-১৯ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, গম, ভুট্টা, বিটি বেগুন, মুগ ও তিলের বীজসহ সার বিতরণ করা হয়। প্রায় ২ হাজার ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় ইউএনও সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, কৃষি কর্মকর্তা রুস্তম আলী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close