সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০১৮

সিরাজদিখানে স্কুল ব্যাংকিং কনফারেন্স

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে সঞ্চয় প্রবণতা সৃষ্টির লক্ষ্যে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত লিড ব্যাংকিং পদ্ধতির অংশ হিসেবে জেলাভিত্তিক এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার জেলার ৩২টি স্কুলের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। জানা যায়, জেলার ৩২টি ব্যাংকের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ উপজেলায় ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। দুপুরে নাটিকা, ম্যাজিকশো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সব শিক্ষার্থীদের পেনসিলবক্স ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও বই পুরস্কার দেওয়া হয়। ব্যাংক এশিয়া এসএমই ও এগ্রি সিরাজদিখান শাখা ব্যবস্থাপক বিপুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়া লি. এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close