হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০১৮

হরিপুরে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেল ১০৮ পরিবার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেয়েছে গৃহহীন ১০৮টি পরিবার। উপজেলার ৬টি ইউনিয়নের ভূমিহীন এসব পরিবার বিনামূল্যে বাড়ি পেয়ে অনেক খুশি।

প্রকল্প সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহনির্মাণ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগ ও ৬নং ভাতুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান সরকার এবং পিআইওর প্রতিনিধি শাহনেওয়াজ বাড়ি পরিদর্শন করেন। উপজেলার চাপাসার গুচ্ছগ্রামে বানু নামে এক মহিলাকে তার বাড়ি বুঝিয়ে দেন। সে বাড়ি পেয়ে তার সংসারের আসবাসপত্র ও মালামাল ঘরে তুলে গুছগাছ করছেন। এ সময় তাকে ঘর পাওয়ার বিষয়ে জানতে চাইলে সে দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পরও শেখের বেটি হাসিনা আমাদের মতো গরিব, দুখি, অসহায় মানুষের কথা মনে রেখেছে। আমার শেষ বয়সে হলেও আমি শেখের বেটি হাসিনার দেওয়া বিনামূল্যে একটি বাড়ি পেয়ে ভীষণ খুশি। আমার মনের না পাওয়া যতসব বেদনা ছিল তা মুছে গেল। আমি যত দিন বেঁচে থাকব তত দিন তাকেই (নৌকায়) ভোট দেব। দুই বেলা পেটপুরে খেতে না পারলেও রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারব।’

পঞ্চম শ্রেণির ছাত্রী তার মেয়ে আনজুরা বলেন, ‘আগে আমরা জরাজীর্ণ বাড়িতে থাকতাম রাতে ঘুমানোর জন্য চিন্তা করতাম। শীতকালে ভীষণ কষ্ঠ করতাম। রাতে আমি ভালোভাবে পড়ালেখা করতে পরতাম না। এখন আমার পড়ালেখা একধাপ এগিযে যাবে।’ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউএনও এম জে আরিফ বেগ ও সচিব পিআইও মোতাহার হোসেন বাড়ি নির্মাণ কাজের তদারকি ও দেখভাল করছেন।

ইউএনও এম জে আরিফ বেগ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে ১০৮টি অসহায়, দুস্থ ও জরাজীর্ণ বাড়ি ঘরের পরিবারগুলো বিনামূল্যে একটি টিনশেডের ঘর ও স্যানিটেশন তৈরি করে দেওয়া হচ্ছে। এর মধ্যে ১নং গেদুড়া ইউনিয়ন ১৫টি, ২নং আমগাঁও ইউনিয়নে ১৭টি, ৩নং বকুয়া ইউনিয়নে ১৯টি, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে ১৮টি, ৫নং হরিপুর ইউনিয়নে ২১টি, ৬নং ভাতুরিয়া ইউনিয়নে ১৮টি বাড়ি তৈরি করে দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এই পরিবারগুলোর তালিকা সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সরকারের দেওয়া পরিপত্র অনুয়ায়ী প্রকৃত দুস্থদের বাড়ি ও স্যানিটেশন নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি বাড়ির জন্য ১ লাখ টাকা বরাদ্দ রয়েছে কাজ প্রায় শেষের দিক। বাড়ি নির্মাণ শেষে প্রতিটি বাড়িতে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি এই মর্মে একটি করে সাইনবোর্ড দেওয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close