শাবিপ্রবি প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০১৮

শাবিপ্রবিতে গাঁজাসহ আটক ৫ জনের বিরুদ্ধে মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাঁজাসহ আটক পাঁচজনকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া এর সঙ্গে জড়িত আরো ১০ শিক্ষার্থীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন।

আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের পাশের টিলারগাঁও এলাকার বাসিন্দা সোয়াব আলী, যুগিপাড়ার মিলন মিয়া, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টং দোকানের কর্মচারী মইনুল মিয়া, নাজিরগাঁও এলাকার বাসিন্দা সালেহ আহমেদ ও বাসিন্দা পল্লাল আহমেদ।

জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক করা পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতোমধ্যে তাদের কোর্টে চালান করে দেওয়া হয়েছে।

প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদ জানান, গত শুক্রবার বিকেলে মূলহোতা সোয়াব আলীকে ৩২ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তার সহযোগী আরো কয়েকজনকে প্রশাসনের তৎপরতায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close