দিনাজপুর প্রতিনিধি

  ১০ নভেম্বর, ২০১৮

দিনাজপুর শিক্ষা বোর্ডে

জেএসসি পরীক্ষায় চারজন বহিষ্কার

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার হরা হয়েছে। গতকাল শুক্রবার দিনাজপুর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়াও ৪২৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে গাইবান্ধা জেলায় একজন, নীলফামারীতে একজন ও লালমনিরহাট জেলায় দুজন।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৫৮১ জন, গাইবান্ধা জেলায় ৪৪৫, নীলফামারীতে ৪০৭, কুড়িগ্রামে ৪৮৮, লালমনিরহাটে ৪১৩, দিনাজপুরে ৭৭৯, ঠাকুরগাঁয়ে ৭৫১ ও পঞ্চগড় জেলায় ৪১৪ জন।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ২৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৮৪ কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close