গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০১৮

গৌরীপুরে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি বন্ধের দাবি

ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে উপজেলা ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, সরকার নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ ও ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে। গত বুধবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজান অভিযোগ করে বলেন, কেন্দ্র ফি ও ব্যবহারিক ফিসহ এসএসসি, মানবিক ও বাণিজ্য শাখায় ১৬৫০ টাকা ও বিজ্ঞান শাখায় ১৭৭০ টাকা নির্ধারণ, তবে জোরপূর্বক ২০০০-৩০০০ টাকা আদায় করা হচ্ছে। তবে হাসনপুর দাখিল মাদ্রাসা ও লক্ষীপুর নাছির উদ্দিন দাখিল মাদ্রাসায় ৩০০০ টাকা, লামাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসায় ২৮০০ টাকা নেওয়া হয়েছে। এ ছাড়াও ২২০০-২৫০০ করে নেওয়ার অভিযোগ রয়েছে নুরুল আমিন খান, অগ্রদূত নিকেতন, ডৌহাখলা, শ্যামগঞ্জ, নহাটা, বালিজুড়ি, চান্দের সাটিয়া মডেল, ভূটিয়ারকোনা আদর্শ, তালে হোসেন খান, খলতবাড়ী উচ্চবিদ্যালয়, শালীহর এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসা, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা, কাউরাট আকাবর আলী দাখিল মাদ্রাসা, ২০০০-২৩০০ করে রামগোপালপুর পিজেকে, গৌরীপুর পাইলট বালিকা, মনাটি, মাইজহাটী উচ্চবিদ্যালয়সহ উপজেলার একাধিক প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করছে। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা ইউএনও ফারহানা করিমের নিকট একই দাবিতে স্মারকলিপি পেশ করেন।

ইউএনও ফারহানা করিম স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি গ্রহণের কোনো সুযোগ নেই। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close