মেহেরপুর প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০১৮

মেহেরপুরে সরকারি খালের মাটি কাটায় জেল-জরিমানা

মেহেরপুরে সরকারি খালের মাটি কাটার অভিযোগে সবুজ হোসেন নামে এক ব্যক্তিকে পৃথক দুটি মামলায় পাঁচ লাখ টাকা জরিমানা ও তিন বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল হক। দন্ডপ্রাপ্ত সবুজ হোসেন সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে সবুজ হোসেন নামে এক ব্যক্তি জেলার বৈকুন্ঠপুরে সরকারি খাগড়ারখাল থেকে অবৈধভাবে মাটি কেটে ইট-ভাটায় বিক্রি করছিল, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান করেন। এ সময় তাকে আটক করে পাঁচ লাখ টাকা জরিমানা ও তিন বছরের কারাদন্ড দেন আদালত। সেই সঙ্গে মাটি কাটার এক্সক্লাভেটর যন্ত্রটি জব্দ করে। সবুজকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close