পটুয়াখালী প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০১৮

গণপ্রকৌশল দিবস পালন

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য ৪র্থ শিল্প বিপ্লব এই সেøাগান দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আইডিইবি’র আয়োজনে দিবসটি উপলক্ষে পলিটেকনিক ইনস্টিটিউট’র সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষ প্রকৌশলী হাসান মো. কামরুজ্জান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইডিইবি নির্বাহী কমিটির সভাপতি নিহার রঞ্জন মন্ডল, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম সোলায়মান, প্রচার সম্পাদক আবদুল করিম, সমাজকল্যাণ সম্পাদক আবদুল হালিম, অর্থ সম্পাদক সঞ্জয় দাসসহ পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close