পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

  ০৮ নভেম্বর, ২০১৮

পুঠিয়ায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ২

রাজশাহীর পুঠিয়ায় নাশকতার অভিযোগে জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যানসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার সময় পুঠিয়া পৌরসভার ঝলমলিয়া ওয়ার্ডের মুরাদের পরিত্যাক্ত পেট্রলপাম্প এলাকা আটক করা হয়। আটকরা হলো উপজেলার জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে রোকন রুহুল আমিন সরকার (৬৫) ও দুর্গাপুর উপজেলার বহরমপুর গ্রামের মৃত দায়েম উদ্দিনের ছেলে চয়ের উদ্দিন শেখ (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনার সময় ঝলমলিয়া বাজারের মুরাদের পেট্রলপাম্পের কাছে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগে চারটি টিনের জর্দার কৌটায় লাল রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো ককটেল বোমাসাদৃশ্য এবং পেট্রলবোমাসদৃশ্য বস্তু জব্দ করা হয়। তবে আটককৃতদের পরিবারের দাবি, তাদের কাছে এ ধরনের কোনো বস্তুই ছিল না। এ ব্যাপারে পুঠিয়া থানা ওসি জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close