উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৮ নভেম্বর, ২০১৮

উল্লাপাড়ায় শখের কবুতর পালন করে স্বাবলম্বী টিপু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শখের বসে কবুতর পালনে একজন অর্থিকভাবে সাফল্য পেয়েছেন। পৌর এলাকা ঝিকিড়া মহল্লার আতাউল গনি ওসমানি টিপু একজন পেশায় বই (লাইব্রেরি) ব্যবসায়ী। নিজ খামারে পালিত কবুতরের সঙ্গে তার সখ্য গড়ে উঠেছে। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আয় করছেন।

জানা যায়, টিপু প্রায় বারো বছর আগে শখের বসে নিজ বাসায় কবুতর পালন শুরু করেন। প্রথম দশ জোড়া গিরিবাজ জাতের কবুতর দিয়েই খামারের শুরু করেন। কবুতর কেনা ও তাদের আবাসের ঘরসহ সব মিলিয়ে সে সময় প্রায় নয় হাজার টাকা ব্যয় করেন বলে জানান। সেই সঙ্গে তার শখের খামারের যাত্রা শুরু। এখন নিজ চার তলা বাসভবনের ছাদে ও দুটি রুমে দিনে দিনে বড় আকারের খামার গড়েছেন। বর্তমানে খামারটিতে দেশি ও বিদেশী বিভিন্ন জাতের শত শত কবুতর লালন পালন করছেন। তার খামারের লাহোড়ী জাতের এক জোড়া বাচ্চা কবুতর বর্তমান দাম ৩৮ থেকে ৪০ হাজার টাকা বলে জানান। এ জাত ছাড়াও শর্ট ফেস, গিরিবাজ, তুরিবাজসহ বিদেশি বিভিন্ন জাতের কবুতর রয়েছে। তিনি জানান, কোলকাতা থেকে ব্যবসায়ীরা মাঝে মধ্যেই তার খামারে এসে তাদের পছন্দের জাতের কবুতরের বাচ্চা কিনে নিয়ে গেছে। তিনি নিজেই এদের লালন পালনে সময় এবং চিকিৎসা সেবা দিয়ে থাকেন। কবুতরের খাদ্যসহ অন্যান্য খরচ বাদ দিয়ে প্রতি মাসে ১৫ থেকে ১৮ হাজার টাকা তিনি আয় করেন বলে জানান। তিনি অভিযোগের সুরে জানান, স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ থেকে বিভিন্ন সময় চিকিৎসা পরামর্শ চাইলেও অনিহা ভাব দেখানো হয়। তার পরিবারে সবাই এ কবুতর লালন পালনে প্রথম থেকেই উৎসাহ দিয়ে আসছেন। এ ধরনের খামার কেউ গড়তে চাইলে তিনি উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close