ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০১৮

ভিশন মুক্তিযুদ্ধ-৭১ বাস্তবায়নে সিপিবির নির্বাচনী জনসভা

দেশের মেহনতি ও মজদুরসহ সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলির সদস্য রুহিন হোসেন পিন্স। এ সময় তিনি বলেন, ‘সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন কালীন তদারকী সরকার ও নির্বাচন কমিশন নিরপেক্ষ দৃড় ভুমিকা ছাড়া আসন্ন নির্বাচনে সকলের ভোট অধিকার নিশ্চিত হয় না। ৪৭ বছরে ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ব্যার্থ হয়েছে। এজন্য সিপিবি ভিশন মুক্তিযুদ্ধ-৭১ বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্য ও ইনসাফের সমাজ কায়েম করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশে বৈষম্য বাড়ছে ধনী উৎপাদনের কারখানায় পরিনত হয়েছে দেশ। এই সংগ্রাম অগ্রযাত্রা করতে দেশবাসীকে কাস্তে মার্কায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।’

গত সোমবার বিকেলে দিনাজপুরের সদর উপজেলার চেরাডাঙ্গী বাজারে কমিউনিস্ট পাটি (সিপিবি) নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জয়নুদ্দীন আহম্মেদ।

জনসভায় বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা আলতাফ হোসাইন, জেলা কমিটির সভাপতি কমরেড এ্যাড. মেহেরুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে দিনাজপুর ৩ আসনের প্রার্থী কমরেড বদিউজ্জামান বাদল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close