রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০১৮

‘কৃষিতে মাইলফলক উন্নয়ন করেছে সরকার’

‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সার ডিজেল তো পাওয়া যাচ্ছেই, উপরন্ত দরিদ্র কৃষকদের প্রণোদনার মাধ্যমে সার, বীজসহ আধুনিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোটি কোটি টাকা সরকার কৃষকদের ভর্তুকি দিচ্ছে। কৃষিতে মাইলফলক উন্নয়ন করেছে সরকার। তাই এ উপজেলায় কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্র্মাণ করা হচ্ছে প্রশিক্ষণ ভবন।’ বলেছেন ঠাকুরগাঁও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ৪তলা ভবন ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে এই কথা বলেন। উপজেলার পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সংরক্ষিত-৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহি প্রকৌশলী আল মামুন হক, আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সম্পাদক তাজ উদ্দীন আহাম্মেদ, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুলোক চন্দ্র, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close