রংপুর ব্যুরো

  ০৬ নভেম্বর, ২০১৮

রংপুর সিটি বাজার

বিক্রেতাদের সচেতনতামূলক পরামর্শ

রংপুর মহানগরীর সিটি বাজারে বিক্রেতাদের বিভিন্ন বিষয়ের ওপর সচেতনামুলক পরামর্শ দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে বাজার পরিদর্শন করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, ক্যাব রংপুর জেলা সভাপিত আব্দুর রহমান, সম্পাদক আহসান উল-হক তুহিন, ক্যাব মহানগর সম্পাদক আব্দুর রহমান রাসেল, ফিড ব্যবসায়ী সমিতির সম্পাদক আরমানুর রহমান লিংকন, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা কামাল প্রমুখ।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরোয়ার হোসেন সিটি বাজার পরিদর্শন কালে তিনি বলেন, ‘কোন ব্যাক্তি কোন প্রকার রোগাক্রান্ত পাখি, হাঁস-মুরগী ও তার ডিম কাঁচা বাজারে বিক্রয় করিতে পারিবে না। বিক্রেতা প্রতিদিন পাখি, হাঁস-মুরগী ডিম বিক্রয় শেষে বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে অপসারণ করতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close