শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ০৬ নভেম্বর, ২০১৮

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানা ভাংচুর করেছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার উজিলাব গ্রামে ইস্টিম ওয়্যারস নামক একটি পোষাক তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই পোষাক কারখানার প্রায় ১২শ’ শ্রমিকের দুই মাস যাবৎ বেতন হচ্ছে না। সোমবার বেতন হওয়ার কথা থাকলেও সকালে বেতন হওয়ার কোন সংবাদ না থাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন।

বিক্ষুদ্ধ শ্রমিক নাজমা বেগম বলেন, আমরা গরীব মানুষ দুইড্যা টাকার জন্য কারখানায় চাকরি করি। এই মাস (চলতি) নিয়ে তিন মাস ধইরা বেতন পাইনা। কয়েকবার বেতন দেওয়ার আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ দেয়নি।

কারখানা কর্তৃপক্ষের একজন সাইফুল ইসলাম বলেন, ‘আমরা একটু সমস্যায় আছি, কিছু দিনের মধ্যে বেতন পরিশোধ করে দিব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close