গাজীপুর প্রতিনিধি

  ০৬ নভেম্বর, ২০১৮

বাউবির অর্গানোগ্রাম কর্মশালা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ও জাতীয় চাহিদার নিরিখে ২০৩০ সাল অবধি শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির প্রক্ষেপণ তৈরির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুলের সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদমর্যাদার শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন, স্কুলের ডিন, প্রশাসনিক বিভাগের পরিচালকগণ ও রেজিস্ট্রার ড. শফিকুল আলম প্রমুখ।

বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম শিখদার জানান, কর্মশালায় ২০৩০ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুবিধা বিস্তরণ, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা, জনবল কাঠামো নির্ধারণ ও অবকাঠামোসহ লজিস্টিক সুবিধা সম্প্রসারণে বিশদ মতবিনিময় করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close