নাটোর প্রতিনিধি

  ০৬ নভেম্বর, ২০১৮

গুরুদাসপুরে ১৬ বস্তা সরকারি চাল জব্দ

নাটোরের গুরুদাসপুর থেকে দুস্থদের জন্য ১০ টাকা দরের ১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড় গঙ্গারামপুর এলাকার ডিলার জালাল উদ্দিন শাহ’র বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। ঘটনার পর থেকে জালাল উদ্দিন শাহ পলাতক রয়েছে।

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মনির হোসেন ও উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মামুনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বেড় গঙ্গারামপুর এলাকার ডিলার জালাল উদ্দিন শাহ’র বাড়িতে অভিযান চালায়। অভিযানে জালাল উদ্দিনের বাড়ির শয়নঘরের খাটের নীচ থেকে দুস্থদের জন্য ১০ টাকা কেজি দরেরে ১৬ বস্তা চাউল জব্দ করা হয়। এ সময় জালাল উদ্দিন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত রানা লাবু জানান, সরকারী চাল কিভাবে জালাল উদ্দিনের বাড়িতে গেল তা তিনি জানেন না।

ইউএনও মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close