মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ০৬ নভেম্বর, ২০১৮

টঙ্গীবাড়ীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মবার্ষিকী

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার প্রধান ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১৪৯তম জন্মবার্ষিকী উৎযাপিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুরুতেই আলোচনা সভায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনী ও কর্মকান্ডের উপর আলোচনা করেন বক্তারা। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা। টঙ্গীবাড়ী ইউএনও হাছিনা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক এআইজিপি ফাতেমা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচএম রকিব হায়দার, উপজেলা চেয়ারম্যান কাজী ওয়াহিদ, আ.লীগ সভাপতি জগলুল হালদার ভূতু প্রমুখ। পরে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, দেশবন্ধু চিত্ররঞ্জন দাস ১৮৭০ সালের ৫ নভেম্বর মুন্সীগঞ্জের (বিক্রমপুর) টঙ্গীবাড়ী উপজেলার টেলিরবাগ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close