বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ০৬ নভেম্বর, ২০১৮

নাটোর-৪

নৌকা প্রতীককে বিজয়ী করতে দুই মনোনয়নপ্রত্যাশীর ওয়ার্ক

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর এই দুই উপজেলা নিয়ে সংসদীয় ৬১, নাটোর-৪ আসন। এ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে দুই হেভি ওয়েট মনোননয়ন প্রত্যাশী দিন-রাত হেভি ওয়ার্ক করে বেড়াচ্ছেন। আ.লীগ থেকে মনোননয়ন প্রত্যাশীরা হচ্ছেন- বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা।

তারা দুইজনি পরস্পর ঐক্যবদ্ধ হয়ে জোট বেঁধেছে। আর তাদের অনুসারী আ.লীগের সকল নেতা-কর্মীরা ‘পাটোয়ারী-শাহনেওয়াজ বেঁধেছে জোট, নৌকা মার্কায় দাও ভোট’, পাটোয়ারী-শাহনেওয়াজ দুই ভাই, নৌকা মার্কায় ভোট চাই’ এমন শ্লোগানে হাট-বাজার, পাড়া-মহল্লা সকাল, বিকাল ও সন্ধ্যা মুখরিত করে রেখেছে। নৌকার পক্ষে এমন প্রচারে এই দুই উপজেলাবাসী রীতিমতো ভোটের উৎসব উপভোগ করছে।

গত রোববার শতাধিক মোটরসাইকেল নিয়ে এক হাজারেরও বেশী নেতা-কর্মীরা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ দুই উপজেলায় নৌকা প্রতীকের পক্ষে শো-ডাউন করে। আগেরদিন শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা হত্যা দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বক্তব্য রাখেন। সেখানে তিনি এক লক্ষাধিক ভোটের ব্যবধানে নাটোর-৪ আসেন নৌকা প্রতীককে বিজয়ী করিয়ে দেওয়ার চ্যালেঞ্জ জানান।

ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘গত বড়াইগ্রাম উপজেলা নির্বাচনে দলের নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার পর যেভাবে গণসংযোগ চালিয়ে ভোট প্রার্থনা করেছি। তিনিই মনোনয়ন পাবেন এমন আতœবিশ্বাস তার রয়েছে বলেন তিনি জানান।’

শাহনেয়াজ আলী মোল্লা বলেন, ‘গুরুদাসপুরের চারভাগের তিনভাগ জনগণ আমার সমর্থনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মনোনয়ন পেলে এই আসনে নৌকা প্রতীকের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তাছাড়া বড়াইগ্রামের জনপ্রিয় নেতা, বিশিষ্ট চিকিৎসক ও উপজেলা চেয়ারম্যান তার সমর্থনে রয়েছেন যা বিজয় ছিনিয়ে আনতে বেগ পেতে হবে না বলে বিশ্বাস রয়েছে।’

জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী বলেন, ‘শাহনেওয়াজ ও ডা. সিদ্দিকুর রহমান দুই উপজেলার জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। এমতাবস্থায় তারা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে ভোট যুদ্ধে নামলে নাটোর-৪ আসন লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবে এটা দুই উপজেলার শতভাগ মানুষ মনে-প্রাণেই বিশ্বাস করে বলে তিনি মত প্রকাশ করেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close