উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০১৮

উলিপুরে তিস্তার পানিতে ভাসমান সবজি চাষ

কুড়িগ্রামের উলিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বুড়িতিস্তা নদীতে ভাসমান সবজি চাষ করা হচ্ছে। নদীতে ভাসমান বেডে তৈরী করে বিভিন্ন রকমের সবিজি ও মসলা চাষ করে এলাকায় চানঞ্চল্য সৃষ্টি করেছে উপজেলা কৃষি বিভাগ ও স্থানিয় কৃষকরা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জমি না থাকলেও বুড়িতিস্তা নদীতে ভাসমান পদ্ধিতে ভূমিহীন কৃষকেরা চাষ করছে শাক-সব্জি। ভাসমান এসব দেখলে মনে হয় বুড়িতিস্তা নদীতে ভাসছে শাক-সব্জির ভেলা। একদিকে লাল শাকসহ বিভিন্ন জাতের সবজি, অন্যদিকে ভাসছে লাউ গাছের ছাউনি। তাতে রয়েছে সাঁরি সাঁরি লাউ, এ যেন এক অণ্য রকম দৃশ্য। বছরের শুরুতে ২ জন কৃষক উপজেলা কৃষি বিভাগের পরামর্শে বুড়িতিস্তা নদীতে ভাসমান পদ্ধতিতে শাক-সব্জি চাষাবাদ শুরু করে স্থানিয় কৃষকরা। সবজি চাষ করে লাভবান হওয়ায় এলাকার অনেক কৃষক উৎসাহিত হয়েছেন।

বুড়িতিস্তা পারের ভূমিহীন কৃষকগণ জানান, আগামীতে তারাও ভাসমান পদ্ধতিতে কীটনাশক ছাড়াই শাক-সব্জি চাষাবাদ করবেন। এলাকাবাসি বলাবলি করছেন, দখল হয়ে যাওয়া বুড়িতিস্তা নদীতে আগামীতে দেখা যাবে ভাসমান সব্জির সাঁরি সাঁরি ক্ষেত। বুড়িতিস্তা পারে গিয়ে কথা হল-আজাদুন্নবী ও রাসেদুজ্জামান নামের ২ জন কৃষকের সঙ্গে। তারা জানান, কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে উপজেলা সদরের অদুরে রামদাস ধনিরাম বলদিপাড়া গ্রামে বুড়িতিস্তা নদীতে ভাসমান বেডে তৈরী করে লাল-শাক, করলা, বরবটি ও লাউ চাষ করেছেন। ইতিমধ্যে বাজারে বিক্রিও শুরু করছেন, ক্রেতাগণ কীটনাশকমুক্ত শাক-সব্জি জানতে পেরে আগ্রহ সহকারে কেনেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষনা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ (ডিআই অংগ) প্রকল্প বাস্তবায়নে বুড়িতিস্তা নদীতে এ চাষাবাদ এলাকার মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। অনেকে বিকেলে ক্ষেতের কাছে গিয়ে সবজি কিনতে অপেক্ষ করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close