রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০১৮

রানীনগরে কালভার্টে ভাঙন

যোগাযোগ বিচ্ছিন্ন দুর্ভোগে এলাকাবাসী

নওগাঁর রানীনগর উপজেলার একডালা-শিয়ালা-চাঁপাপুর রাস্তার কালভার্টে ভাঙন দেখা দিয়েছে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ওই এলাকার কয়েক গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আবাদপুকুর-মাদারতুলি রাস্তার একডালা মোড় থেকে শিয়ালা-চাঁপাপুর পাকা রাস্তার মোড়ে একটি কালভার্ট রয়েছে। গত বর্ষা মওসুমে ভারী যান চলাচলের সময় কালভার্টের মাঝখানে কিছুটা দেবে যায়। এতে ওই রাস্তায় গাড়ি চলাচলে সতর্কতা অবলম্বন করলেও এর কিছু দিনের মাথায় কালভার্টের মাঝ খানে প্রায় ৮০ শতাংশ ভেঙে গেছে। এর পর থেকে রাস্তাটি দিয়ে ওই এলাকার কয়েক গ্রামের মানুষ যানবাহনে চলাচলসহ বিভিন্ন মালামাল পরিবহন করতে পারছেন না। বিশেষ করে ব্যবসায়ী ও কৃষকেরা ধান পরিবহন নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে।

ওই এলাকার মো: হাসান আলী, সোহেল, বারিকসহ আরো অনেকেই বলেন, কালভার্টটি তিন মাসেরও বেশি ধরে ভেঙে পড়ে থাকলেও পুর্ন র্নিরমাণের কেউ কোন উদ্যোগ নেয়নি।

এ ব্যাপারে একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম বলেন, কালভার্টটি দ্রুত মেরামতের জন্য এডিপিতে প্রকল্প আকারে দেয়া আছে। বরাদ্দ এলেই কাজ শুরু হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close