বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২৪ অক্টোবর, ২০১৮

মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে ৯ মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে একটি মাদ্রাসার ৯ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

এদিকে, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে জহিরুল ইসলাম (৫৫) নামের ওই দোকানিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মেহের নিগার এ কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্ত জহিরুল বিজয়নগর উপজেলা শ্রীপুর মাদ্রাসাপাড়ার মৃত নান্নু ভূঁইয়ার ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকায় শ্রীপুর কেরাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা অবস্থিত। গতকাল মঙ্গলবার সকালে সিংগারবিল ইউনিয়নের বিভিন্ন গ্রামের শিক্ষার্থীরা মাদ্রাসায় আসে। সকাল সাড়ে ৮টার দিকে ৯ জন শিক্ষার্থী মাদ্রাসা সংলগ্ন স্থানীয় জহিরুল ইসলামের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ আচার, জুস ও চানাচুর কিনে। মেয়াদোত্তীর্ণ এসব খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাবিলা আক্তার, ঝুমুর আক্তার, নিঝুম আক্তার, সুমাইয়া আক্তার, তৃতীয় শ্রেণির সোহান আলম, দ্বিতীয় শ্রেণির নাদিয়া আক্তার, হুমায়রা আক্তার, ইলাম আক্তার ও সাউদা আক্তার অসুস্থ হয়ে পড়ে। ইউএনও মেহের নিগার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close