কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৮

মুক্তিযোদ্ধাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেন্টারের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের যেকোনো সরকারি অফিস থেকে চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা হবে। গতকাল সোমবার সকালে কাপাসিয়ায় নবাগত ইউএনও ইসমত আরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

মতবিনিময় সভায় ইউএনও বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই কাপাসিয়ায় জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আওতাভুক্ত যেকোনো সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানের সেবা এখান থেকে প্রদান করা হবে। মুক্তিযোদ্ধারা যেকোনো সেবা গ্রহণের জন্য এ সেন্টারে আবেদন জমা করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close