হবিগঞ্জ প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের

হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাকিম মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। গুরুতর আহত অবস্থায় আটজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মোড়াকরি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাকিম ওই এলাকার মৃত ওয়াহিদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোড়াকরি এলাকার কাইয়ুম মিয়া এবং তৌহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাকিম মিয়াসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন। এ ছাড়াও সংঘর্ষে আহতদের মধ্যে শিরু মিয়া (৫৫), ছুলেখা বেগম (৫০), রবিউল আউয়াল (২২), ললিতা বেগম (৩০), লাল মিয়া (৩৫), তাহির আলী (৩৭), মজিব মিয়া (২৫) ও রজিম আলীকে (১৮) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close