হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৮

ভ্রাম্যমাণ আদালতে ৬ চালকের দন্ড

চাঁদপুরের হাজীগঞ্জে মটরযান অধ্যাদেশ-১৯৮৩’র বিভিন্ন ধারা অনুযায়ী চারজন চালককে কারাদন্ড ও দুজনকে নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।

ভ্র্যামমান আদালত সূত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং বিপদজনকভাবে গাড়ি চালানোর অপরাধে ট্রাকচালক রনিকে পাঁচদিন, সিএনজি স্কুটার চালক ওমর ফারুক, মনির হোসেন ও সফিকুর রহমানকে তিনদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া বিপদজনকভাবে গাড়ি চালানোর অপরাধে সিএনজি চালক আবু বকর ও রাশেদুল ইসলামকে ৫০০ টাকা করে নগদ অর্থ জরিমানা করা হয়। এ সময় অর্ধ-শতাধিক ছোট-বড় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও চালকের লাইসেন্স দেখেন ভ্রাম্যমাণ আদালত এবং মটরযান অধ্যাদেশ বিষয়ে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close