কুড়িগ্রাম প্রতিনিধি

  ২২ অক্টোবর, ২০১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুদকের গণশুনানি

ঘুষ গ্রহণের অভিযোগে সেটেলমেন্টের সার্ভেয়ার সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুদকের গণশুনানিকালে ঘুষ গ্রহণের অভিযোগে উপজেলা সেটেলমেন্ট অফিসের এক সার্ভেয়ারকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গণশুনানিতে সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার গোলাম মোর্তজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। গতকাল রোববার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে গণশুনানি অনুষ্ঠানে প্রধান দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদক পরিচালক মনিরুজ্জামান, পুলিশ সুপার মেহেদুল করিম, রাজশাহী দুদকের পরিচালক আবদুল করিম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ইউএনও মাগফুরুল হাসান আব্বাসী ও সমন্বিত রংপুর জেলার উপপরিচালক শেখ ফানাফিল্যা। প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেন, দেশের জিডিপির আড়াই শতাংশ খেয়ে ফেলছে দুর্নীতিবাজরা। এই দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছে সরকার। সব প্রকল্পের উন্নয়ন, মাঠ পর্যায়ের প্রকৃত অবস্থা জানা ও প্রান্তিক জনগোষ্ঠী কেমন সেবা পাচ্ছে সেটা শোনার জন্য ভূরুঙ্গামারীতে ১০১তম গণশুনানির আয়োজন করা হয়েছে। পরে জেলা প্রশাসকের সঞ্চালনায় অভিযোগকারী এবং অভিযুক্তদের বক্তব্য শুনে দুদক কমিশনার বিষয়গুলোর তাৎক্ষণিক সমাধান করে দেন। কোনো কোনো ক্ষেত্রে তা ফলোআপ করার নির্দেশ প্রদান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close