মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

  ২২ অক্টোবর, ২০১৮

ঢাকার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা সাফায়েত

ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন নরসিংদীর মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) সাফায়েত হোসেন পলাশ। দ্রুত সময়ের মধ্যে গৃহবধূ জায়েদা বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতার করায় শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে তাকে নির্বাচিত করা হয়। গতকাল রোববার সকালে ঢাকায় পুলিশের ডিআইজি কার্যালয়ে সাফায়েতের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক, সনদপত্র ও অর্থ তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম)। এ সময় নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, গত আগষ্ট মাসে মনোহরদী পৌর এলাকার হিন্দু পাড়ায় সাধন বাবুর টিনসেট বিল্ডিংয়ে গৃহবধূ জায়েদা বেগমকে তার স্বামী তাইজ উদ্দিন ও তার বন্ধু জাহাঙ্গীর আলম হত্যা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close