চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০১৮

শিবগঞ্জে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-কানসাট-মনাকষা সড়কের মনাকষা মোড়ে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে।

অভিযোগে বলা হয়েছে, ত্রিমুখী সরকারি রাস্তা প্রয়োজনের তুলনায় অনেক ছোট। ফলে সড়কে প্রতিদিন শত শত ট্রাক, বাস, রিকশাসহ ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিত্য যানজটের সৃষ্টি হচ্ছে। কিন্তু স্থানীয় ভবন মালিক খাইরুল ইসলাম সরকারি সীমানা অতিক্রম করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া সরকারি রাস্তা থেকে তিন ফুট ভবনের ভেতরের দিকে না ছেড়েই ভবন নির্মাণ করছেন। এর আগে সহকারী কমিশনার (ভূমি) ভবন মালিক খাইরুল ইসলামকে তার ভবন নির্মাণে সরকারি নির্দেশ মেনে চলার আদেশ দিলেও তা তোয়াক্কা করেননি তিনি। ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এতে পথচারী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। ভবনের অতিরিক্ত অংশ সরকারি রাস্তা থেকে অপসারণের দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী। এ ছাড়া সরকারি রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close